Ads

17 মার্চ শেখ মুজিবের জন্মদিন

 17 মার্চ শেখ মুজিবের জন্মদিন 

শেখ মুজিব 











বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান একাদশ মার্চ, ১৯২০ সালে গ্রামবড়িয়া, হোমনেটপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একজন বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম বীর। 

তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলন সময়ে "বাংলা ভাষা জীবন আন্দোলন" এর প্রধান নেতা হিসেবে লোকজনের উচ্চ মানসিকতা ও সাহস অর্জন করার জন্য প্রচুর প্রচেষ্টা করেন। ১৯৫৫ সালে তিনি পূর্ব পাকিস্তানের পাকিস্তান মুসলিম লীগ এর রাষ্ট্রীয় সভায় অংশগ্রহণ করলেন ও তিনি ১৯৫৬ সালের কর্ম কমিশন এর সদস্য নির্বাচিত হলেন। 


শেখ মুজিব পাকিস্তান শতভাগ নিরপেক্ষভাবে ঘোষিত করেন নাকি পূর্ব পাকিস্তানের পাকিস্তান মুসলিম লীগ কোন কোন জোটে যুক্ত পাক্ষ হিসেবে স্বীকৃতি দিলেন। আগামী ১৯১৬ সালে রাষ্ট্রীয় এককতা প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। ১৯৪০ সালের পাকিস্তান মুসলিম লীগের লাহোর সম্মেলনে তিনি ভারপ্রাপ্ত ভাষণের মাধ্যমে জাতীয় যোগাযোগ ও রচয়িতা মনোনয়ন হাত ধরেন। অতপর তিনি ইংরেজ রাষ্ট্রপতি সির আজম–এ–আহমেদ–পাকিস্তানি মুসলিম লীগের পক্ষে মতাদিন অর্জন করেন। 


শেখ মুজিবকে মৃত্যুওপরান্ত ছাড়াই একটি জগতস্তর নেতৃত্বের প্রাবল্য প্রমাণ করা হয়েছে। তিনি চিরজীবী।



Post a Comment

0 Comments