Ads

 রুই মাছ।










কাঁচামাল

মাছের পোনা, ঔষধ, খাবার ইত্যাদি।

যন্ত্রপাতি/সরঞ্জাম/উপকরণ

বাঁশ, ক্ষেপলা জাল, নেট, হাড়ি, খাবার

প্রদানের জন্য গামলা/বালতি।

খাবারজলজ উদ্ভিদ, আগাছা এবং মাঝে

মাঝে পানির তলদেশ থেকে পঁচা জৈব

পদার্থ খেয়ে জীবন ধারণ করে। এছাড়াও

ফিসমিল, খৈলের গুড়া, কুঁড়া ইত্যাদি পুকুরে

চাষের সময় সম্পূরক খাদ্য হিসাবে ব্যবহার

করা হয়। তবে ছোট অবস্থায় এদের প্রধান

খাদ্য থাকে প্রাণীকণা বা প্লাংকটন। এছাড়াও

চাউলের গুড়া/ গমের ভূষি, সরিষার খৈল

খাদ্য হিসাবে ব্যবহার হয়ে আসছে।।

ঔষধ

৯.১% শক্তি সম্পন্ন রোটেনন ৭% শক্তি

সম্পন্ন রোটেনন তামাকের গুঁড়া চা বীজের

খৈল। সার

গোবর অথবা কমপোস্ট অথবা হাঁসমুরগির

বিষ্ঠা জৈব সার/ কম্পোস্ট-৪০০০ কেজি

ইউরিয়া-১০০ কেজি টি.এস.পি.-৫০ কেজি

এম পি-১০ কেজি। জায়গা-জমি


পুকুরের আকার ও বৈশিষ্ট্য

চাষের পুকুর নির্বাচনে নিম্নলিখিত বিষয়ের

উপর লক্ষ্য রাখতে হবে- • পুকুর নিজস্ব

মালিকানাধীন হলে ভালো হয় তবে লীজ

নেয়া পুকুর হলে তা ন্যূনতম ৫ বছরের জন্য

হলে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়।

পুকুর বন্যামুক্ত হতে হবে । • পুকুর পাড়

উঁচু ও মজবুত হতে হবে। • পুকুরে ছায়া সৃষ্টি

করতে পারে কিংবা পাতা পানিতে পড়ে পানি

নষ্ট করতে পারে এমন কোনো গাছপালা

পুকুরপাড়ে থাকা যাবে না । • পকুরে যথেষ্ট


আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে ।

পুকুরের তলদেশে ৪-৬ ইঞ্চির বেশি কাদা

থাকা যাবে না ।

পুকুরের আয়তন

• ব্যবস্থাপনা সুবিধার জন্য পুকুর আয়তকার

পুকুরের আয়তন ২০-৫০

শতাংশের মধ্যে হলে ব্যবস্থাপনা করতে

হতে হবে ।

সুবিধা হয় । • তবে পুকুরের আয়তন ১০০

শতাংশের বেশি হওয়া যাবে না । • পুকুরের

গড় গভীরতা ৪.৫-৫.৫ ফুট হলে ভাল হয় ।

পুকুরের মাটি ও পানির গুণাগুণ

দোআঁশ এবং বেলে দোআঁশ মাটির পুকুর

সবচেয়ে ভাল • এঁটেল মাটির পুকুরের পানি

ঘোলা থাকে, ফলে সূর্যের আলো কম প্রবেশ

করে এবং প্রাকৃতিক খাদ্য উত্পাদন কম

হয় · বেলে মাটির পুকুরে পানি ও পুষ্টির

অপচয় বেশি হয়। • এছাড়াও মাটি ও পানির

নিম্নলিখিত গুণাগুণ মাত্রা নিয়ন্ত্রণ করা

জরুরি।

মাটির প্রয়োজনীয় গুণাগুণ

মাটির গঠন মাত্রা পি এইচ ৬.৫-৭.৫ জৈব

কার্বন ১.৫-২.৫ % জৈব পদার্থ ২.৫-৪.৫

% নাইট্রোজেন ৫০-৭৫ (মিঃ গ্রাম/১০০

গ্রাম) ফসফরাস ১০-১২ (মিঃ গ্রাম/১০০

গ্রাম) পটাসিয়াম ৩-৪ (মিঃ গ্রাম/১০০ গ্রাম)

ক্যালসিয়াম ৩০-৪০ (মিঃ গ্রাম/ ১০০ গ্রাম)

পানির প্রয়োজনীয় গুণাগুণ

পরিমাপক মাত্রা

পিএইচ ৭-৯ তাপমাত্রা ২৮-৩১ ডিগ্রী

সে: অক্সিজেন ৫-৭ পিপিএম লবণাক্ততা

০-৪ পিপিটি ঘোলাত্ব ০ খরতা ৪০-২০০

পিপিএম

জনবল

দৈনিক ১ জন করে ১৫ দিন। মূলধন

৫২ শতক জমির জন্য জমির মূল্য সহ

আড়াই লক্ষ টাকা(অনির্ধারিত)।

Post a Comment

0 Comments