Ads

কালের সাক্ষী হয়ে আজ ও দাড়িয়ে আছে।

 কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে বাংলাদেশের প্রথম ডাকঘর 


প্রথম ডাকঘর





স্থান: রৌমারী


১৯৪৭ সালে দেশ বিভক্তের পর রংপুর জেলার অধিন রৌমারী শাখার ডাকঘরটি স্থাপিত হয়। ২৮ মে ১৯৬৬ খ্রিস্টাব্দে রৌমারী শাখার পোস্ট অফিসটি সাব পোস্ট অফিসে উত্তীর্ণ করা হয়। 


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে স্বাধীনতার যুদ্ধ চলাকালে পাকিস্তান সেনাবাহিনী মুক্ত রৌমারীতে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী প্রশাসনিক

 ব্যবস্থার অংশ হিসেব রৌমারী সাফ পোস্ট অফিসের কার্যক্রম চালু করা হয় এবং জনাব ওহিদ মাসুদ সাফ পোস্ট মাস্টার হিসেবে, শাহ আব্দুল করিম, ডাক পিয়ন এবং মাদার বক্স রানার হিসেবে দায়িত্ব পালন করেন।

 মু*ক্তিযু*দ্ধের স্মৃতিবিজড়িত পোস্ট অফিসের পোস্ট বক্স বিভিন্ন সিল মোহর ও অন্যান্য ব্যবহার্য্য সামগ্রী সংরক্ষিত আছে এবং মুক্তিযুদ্ধের স্মৃতি নিদর্শন হিসেবে ঐতিহাসিক পোস্ট অফিসটি আজেও রৌমারীর বুকে মাথা তুলে স্বগৌরবে দাড়িয়ে আছে।

Post a Comment

0 Comments