Ads

 রেল লাইনের পাশে এই বাক্সগুলো থাকে কেন?





ট্রেনে ভ্রমণের সময় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন রেল লাইনের পাশেই কিছুদূর পর পর বাক্স থাকে। অনেকের মনে প্রশ্ন জাগে, এই বাক্সগুলোর কী কাজ? কেনইবা এগুলো স্থাপন করা আছে? 


প্রথমেই জানিয়ে রাখি, রেল যাত্রীদের সুরক্ষার বিষয়ে এমন অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যা সত্যিই প্রশংসনীয়।


রেললাইনের প্রতি ৩ থেকে ৫ কিলোমিটারের নির্দিষ্ট একটি দূরত্বে দেখতে পাওয়া যায় অ্যালুমিনিয়ামের এই বক্স। এটি আসলে যাত্রী সুরক্ষার কাজেই ব্যবহৃত হয়। রেলের ভাষায় এটিকে ‘অ্যাক্সেল কাউন্টার বক্স’ বলা হয়। এই বাক্সের ভেতরে থাকে একটি স্টোরেজ ডিভাইস। যেটি সংযুক্ত থাকে রেল ট্র্যাকের সঙ্গে।


আসলে অ্যাক্সেলের মাধ্যমেই ট্রেনের চাকাগুলো সংযুক্ত থাকে। অর্থাৎ এই বক্স সরাসরি ট্রেনের চাকা গুনতেও সক্ষম। যার ফলে, যাত্রা শুরুর সময় ট্রেনটি যে সংখ্যক চাকা নিয়ে বেরিয়েছে ঠিক সেই সংখ্যক চাকা নির্দিষ্ট দূরত্ব অন্তর রয়েছে কিনা সেটিও গণনা করে বক্সটি। ফলে, এড়ানো সম্ভব হয় বড় দুর্ঘটনাও।


আবার কখনও দুর্ঘটনার কারণে যখন ট্রেনের একটি বা দুইটি বগি আলাদা হয়ে যায় তখন এই অ্যাক্সেল কাউন্টার বক্স সহজেই গণনা করে জানিয়ে দেয় যে, স্টেশন থেকে বেরোনোর সময় ট্রেনে সমস্ত বগি থাকলেও দুর্ঘটনার ফলে সেই সংখ্যায় হেরফের ঘটেছে। যার ফলে দ্রুত দুর্ঘটনার খবর পৌঁছে যায় রেলের কাছে।


সেই কারণেই বাক্সগুলোকে বসানো হয় যাতে দুর্ঘটনাগ্রস্ত বগিগুলোকে যেখান থেকে আলাদা করা হয়েছে সেই জায়গাটিকেও শনাক্ত করা যায়। যখন কোনো ট্রেন অ্যাক্সেল কাউন্টার বক্সের সামনে দিয়ে যায় ঠিক তখনই ওই ট্রেনের এক্সেল সম্পর্কিত সমস্ত তথ্য বক্সে রেকর্ড হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তা পৌঁছে যায় তার পরবর্তী বক্সে।


যখন, পূর্ববর্তী বক্সের সঙ্গে পরবর্তী বক্সের সংখ্যা মেলে না তখন সামনের অ্যাক্সেল কাউন্টার বক্স স্বয়ংক্রিয়ভাবে ট্রেনের সিগন্যাল লাল করে দেয়। যার ফলে চালক ট্রেন থামিয়ে সতর্ক হয়ে যান। 


ফলে এই বাক্সগুলোই বাঁচিয়ে দেয় হাজারো যাত্রীর প্রাণ। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এই বক্সটি কতটা গুরুত্বপূর্ণ।

Post a Comment

0 Comments