Ads

বিকন সেপালোপোরিন টু ইউরোপ

 বিকন সেপালোপোরিন টু ইউরোপ





বিকনের অবস্থান: বিকন ঢাকা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। ঢাকার অদুরে ময়মনসিংহের ভালুকায় অবস্থিত। 

এই প্রথম সারা বাংলাদেশের মধ্যে ইউরোপ এর বাজার দখল করল বিকন।বিকন এর সেফালোস্পোরিন প্রথম EU অডিট প্লান্ট। সারা বাংলাদেশের সেফালোস্পোরিন যত গুলো আছে একটাও EU GMP প্লান্ট নাই।

বিকন শব্দের অর্থ, আলো। তাই দেশের সব জায়গা আলো ছড়িয়ে বিশ্বের দরবারে আলো ছড়ানোর ব্যবস্থা করছে।বিকন দেশের বাজারে ক্যন্সারের ঔষধ দিয়ে সেরা।এছাড়া প্রায় ৩০০ মত প্রোডাক তৈরী করতেছে।

বিকন সেফালোস্পোরিন বিকনের একটি শাখা।২০২৩ সালের জানুয়ারি মাসে EU অডিট হয়।এবং ২০২৩ সালের ডিসেম্বর মাসে ইউরোপীয় সার্টিফিকেট অর্জন করে।এটা শুধু বিকনের অর্জন না। এটা দেশের জন্য অনেক বড় একটা অর্জন। এবং বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়ানোর আরেকটি অধ্যায় অর্জন করল।আশা করা যায় দেশের জন্য ভাল কিছু করতে পারবে।

বিকন সেফালোস্পোরিন এমন একটি শাখা, যেখানে GMP গাইডলাইন মেনে চলা হয়।এবং ঔষধ এর মান ঠিক রাখার GMP ১০০ % ফলো করা হয়।

Post a Comment

0 Comments