১৯২০ সালে নামিবিয়ার এক ছোট্ট গ্রাম হোবা। সকালের চাষী মিস্টার ব্রিট্স নিজের ষাঁড়ের কাঁধে লাঙ্গল জুতে গেলেন নিজের জমিতে চাষের কাজ শুরু করতে।
চলতে চলতেই হঠাৎ একটা শব্দ করে লাঙ্গল আটকে গেল মাটির এক জায়গায়। শব্দটা যেন ধাতব মনে হলো? কিন্তু মাটির নিচে ধাতু আসবে কোথা থেকে।
মাটি খুঁড়তেই বেরিয়ে পড়লো মস্ত একটি লোহার চাঙ্গর। খবর ছড়িয়ে গেল দ্রুত। বিশেষজ্ঞরা এলেন এবং পরীক্ষা করে জানালেন যে এটি লোহাই বটে। কিন্তু এই লোহার খণ্ডটি পৃথিবীর নয়! এটি এসেছে সুদূর মহাকাশ থেকে!
হ্যাঁ। এটি একটি বিশাল উল্কাখণ্ড যা আনুমানিক ৮০,০০০ বছর আগে আছড়ে পড়েছিল পৃথিবীর বুকে। ৮ ফুট বাই ৮ ফুট দীর্ঘ প্রস্থ, এবং দুই ফুট এগারোl ইঞ্চি মোটা এই উল্কাখণ্ডটি পৃথিবীতে আবিষ্কৃত সবচেয়ে বড় এক টুকরোয় থাকা উল্কাখণ্ড।
ওজনের ৬০ টনের বেশি এই উল্কাটি আজও সেই জায়গা থেকে নাড়ানো হয়নি। এখন এটি ওই দেশের একটি দর্শনীয় স্থান। আজও সেখানে গেলে দেখতে পাবেন এই বিশাল উল্কাখণ্ডটি, আশি হাজার বছর আগে যেখানে পড়েছিল পৃথিবীতে, ঠিক সেখানেই।
চিত্র সূত্র- The History Hunter
0 Comments