1.যে ছায়াপথের (Galaxy) অন্তর্গত তার নাম কী ? —
➠ আকাশগঙ্গা (Milky Way)2. সৌরজগতের নিকটতম নক্ষত্রের নাম কী ? —
➠ প্রক্সিমা সেন্টাউরি
3. পৃথিবীর যমজ গ্রহ —
➠ শুক্র
4. 'গ্রেট রেড স্পট' দেখা যায় যে গ্রহে —
➠ বৃহস্পতি
5. মঙ্গলের উপগ্রহ হল —
➠ ফোবোস ও ডিমোস
6. সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হল —
➠ বৃহস্পতি
7. সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হল —
➠ বুধ
8. সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ হল —
➠ গ্যানিমিড (বৃহস্পতির উপগ্রহ)
9. যে গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে —
➠ বৃহস্পতির (67টি)
10. সবচেয়ে দ্রুত যে গ্রহ সূর্যকে পরিক্রম করে —
➠ বুধ
11. সূর্যকে পরিক্রমনের ক্ষেত্রে যে গ্রহ ধীরতম —
➠ নেপচুন
12. একমাত্র গ্রহ যেটি পূর্ব থেকে পশ্চিমে ঘোরে —
➠ শুক্র
13. শনির সবচেয়ে বড় উপগ্রহ হল —
➠ টাইটান
14. সূর্যের আয়তন —
➠ পৃথিবীর আয়তনের 13 লক্ষ গুন
15. সূর্যের ভর —
➠ পৃথিবীর ভরের 3.3 লক্ষ গুন
16. পৃথিবীতে সূর্যকিরন পৌছাতে সময় লাগে —
➠ 8 মিনিট 19 সেকেন্ড
17. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব —
➠ 15 কোটি কিমি
18. পৃথিবীর বয়স কত ? —
➠ আনুমানিক 4.5 লক্ষ কোটি বছর
19. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত ? —
➠ 3 লক্ষ 84 হাজার 400 কিমি
20. পৃথিবীর চারিদিকে চাঁদের আবর্তন করতে সময় লাগে —
➠ 27.33 দিন
21. পৃথিবীর সর্বত্র দিন-রাত্রি সমান —
➠ 21 মার্চ 23 সেপ্টেম্বর
22. উত্তর গোলার্ধে বড় দিন —
➠ 21 জুন
23. উত্তর গোলার্ধে ছোট দিন —
➠ 22 ডিসেম্বর
24. দক্ষিণ গোলার্ধে বড় দিন —
➠ 22 ডিসেম্বর
25. দক্ষিণ গোলার্ধে ছোট দিন —
➠ 21 জুন
26. সূর্যরশ্মি ঠিক লম্বভাবে নিরক্ষরেখের উপর পড়ে —
➠ 21 মার্চ 23 সেপ্টেম্বর
27. মহাবিষুব ও জলবিষুব যথাক্রমে —
➠ 21 মার্চ 23 সেপ্টেম্বর
28. সূর্য কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরন দেয় যথাক্রমে —
➠ 21 জুন ও 22 ডিসেম্বর
29. সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি (অপসূর) হয় —
➠ 4 জুলাই (15 কোটি 20 লক্ষ কিমি)
30. সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম (অনুসূর) হয় —
➠ 3 জানুয়ারি (14 কোটি 70 লক্ষ কিমি)
0 Comments