Ads

পেয়াজ এখন নাগালের বাইরে।

 

পিয়াঁজ

পিয়াজের ঝঁঝে বজার গরম। বাজারে ডুকলে পিয়াজের ঝঁাঝে শরীল ও গরম হয়ে।

দৈনিক প্রয়োজনি অনেক কিছুই দরকার মানুষের জীবনে।আর সেটা যদি থাকে হাতের নাগালের বাহিরে, তাইলে তো চলতে কষ্ট হবে ই। ভারতে পিয়াজ আমদানি বন্ধের কারনে হু হু করে দাম বাড়ছে দেশের বাজারে।

আর এই সুযোগ পেয়ে কিছু অসাধু ব্যবসায়িক পিয়াজ সংরক্ষণ করে দেশের বাজার কে আর বেশি অস্থির করে তুলছে।

সরকার যদি এই দামের নাগাল টেনে ধরতে না পারে, তাহলে গরিবে এবং মধ্যবিক্ত যারা আছেন তাদের দুর্ভোগের আর শেষ থাকবেনা।

আর পিয়াজের এই বেশি দামের কারনে গরিবাই বেশি চাপে পরেন।মানুষ দু মুঠো খাওয়ার জন্যই কষ্ট করে। তারপর ও যদি অসাধু ব্যবসায়ীদের জন্য খেতে না পারে তাহলে, বেচেঁ থাকাটাই দূরহ হয়ে পরবে।

ডাকার ভিতরে ভোক্তা অধদপ্তর থেকে কিছু কিছু দোকানে অভিযান চালায় এবং জরিমানা করেন।

বর্তমানে বাজারে যে পেয়াজ আছে তা আগের এবং পুরনো।নতুন পিয়াজ বাজারে আসতে ১৫/২০ দিন সময় লাগতে পারে।আশা করা যায় নতুন পিয়াজ বাজারে আসলে দাম আগের পর্যায়ে ফিরে আসবে।


Post a Comment

0 Comments